
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় সাতকানিয়া উপজেলা এবং পৌরসভার টিম চট্টগ্রাম জেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।
চট্টগ্রামের উপজেলা পর্যায়ের ১৩টি উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাতকানিয়া উপজেলা টিম। তারা “Tour Guide BD” নামে একটি সেন্ট্রালাইজড ট্যুরিজম প্ল্যাটফর্ম আইডিয়া উপস্থাপন করে এই গৌরব অর্জন করে। তাদের আইডিয়াটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিন্তা-ভাবনা এবং স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে গড়ে ওঠে। উপজেলা টিমের সদস্যরা হলেন: মোঃ তহীদুল ইসলাম মাছুম, আল রাফি, তানভীরুল ইসলাম, তাওহিদুল হক ইকন, মোঃ জাওয়াদ উদ্দিন সিয়াম
এই সাফল্যের মাধ্যমে সাতকানিয়া উপজেলা টিম চট্টগ্রাম জেলার প্রতিনিধিত্ব করে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশগ্রহণ করবে।
চট্টগ্রামের পৌরসভা পর্যায়ের ১৩টি পৌরসভার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে সাতকানিয়া পৌরসভা টিম। তাদের উপস্থাপিত আইডিয়া “CholoEx” গ্রাম পর্যায়ে বিভিন্ন সেবাকে একত্রিতকরণকে কেন্দ্র করে তৈরি করা হয়। টিমের সদস্যরা হলেন: আবদুল্লাহ মোহাম্মদ জোবাইর, সাইফুল ইসলাম, লাদেন হোসেন শান্ত, তাবরিয়া ইফনাত ইফা, মোহাম্মদ বাসেত চৌধুরি।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক জনাবা ফরিদা খানম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের উপপরিচালক -স্থানীয় সরকার- নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ হাসান আলী প্রমুখ ।