
মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
ঢাকার সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে একই পরিবারের মা ও তিন কন্যার স্বর্ণের গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার -৩ জুলাই- সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এর পূর্বপাশে এ ঘটনা ঘটে।
ছিনতায়ের শিকার হলেন-সাভার পৌর এলাকার বাজার রোড় মহল্লার কল্পনা সাহা -৬২- ও তার তিন কন্যা বিথী সাহা -৪২- রুপা সাহা -৩৬-এবং তুলি সাহা -৩২-।
বিথী সাহা বলেন- পরিবারিক একটি অনুষ্ঠানে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গিয়েছিলাম। বিকেল রওনা হয়ে সাভার পরিবহনের -ঢাকা মেট্রো-ব-১২-০৬৭৮-একটি বাসে উঠি। পরে বাসটি সন্ধ্যা ৬টার দিকে সাভার নিউ মার্কেটের সামনে এসে পৌঁছায়। এসময় বাসটিতে পিছরে দিকে বসে থাকা যাত্রীবেশে ৩-৪ জন সিট থেকে ওঠে আমাদের সিটের পাশে আসে। পরে তাদের কাছে থাকা ছুরি বের করে আমাদের দিকে তাক করে। এসময় আমার ও দুই বোনের এবং মায়ের স্বর্ণের কানের দুল ও গলার চেইন ছিঁড়ে নিয়ে বাস থেকে নেমে পালিয়ে যায় ছিনতাইকারীরা । পরে আমরা কানে আঘাত প্রাপ্ত হই এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
এঘটনায় সাভার মডেল থানার পরিদর্শক -ওসি তদন্ত- নয়ন কারকুন বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।