মোঃ শাহাজাহান বিপ্লবী সুমন
নীলফামারী জেলা প্রতিনিধি।।
নীলফামারীর ডিমলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন রহমান-৩৫-নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরেক ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার-২৩ জানুয়ারি-সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের তিস্তা ডিগ্রী কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন লালমনিরহাটরের পাটগ্রামের কাউয়ামারী গ্রামের রমজান আলীর ছেলে।
প্রদক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাটগ্রাম থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাকের সাথে আর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মেট্রো- ট-২৪-৬৯৩১ গাড়ির চালক মামুন নিহত হয়। অপর গাড়ি চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-দেবাশীষ রায় জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক মারা গেছে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।