সাইফুল্লাহ নাসির
আমতলী -বরগুনা- প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের -পবিপ্রবি- নবম উপাচার্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের -বাকৃবি- ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নিয়োগ পাওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএ এসএস এর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ডঃ কাজী রফিকুল ইসলাম আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন।বুধবার -২৫ সেপ্টেম্বর- রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখসানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন- ২০০১ -এর ১০-১- ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তার যোগদানের তারিখ থেকে -চার-বছরের জন্য নিয়োগ করা হলো।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্যের প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
ডঃ কাজী রফিকুল ইসলাম পবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশের মফস্বল সাংবাদিক সোসাইটি বিএএসএস এর উপদেষ্টা- শহীদ জিয়া গবেষণা পরিষদের সভাপতি আনিসুর রহমান আনিস- সংগঠনের চেয়ারম্যান সুমন সরদার ও মহাসচিব সাইফুল্লাহ নাসির নব নিযুক্ত হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।