মো আসাদুজ্জামান
ঠাকুরগাঁও সংবাদদাতা।।
ঠাকুরগাঁওয়ে সরকারি ও বেসরকারি শিক্ষক ও কর্মচারী বৃন্দের মধ্যে সকল বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষক কর্মচারী বৃন্দের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সহ চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সকালে শহরের চৌড়াস্তা মোড়ে উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষক কর্মচারী বৃন্দের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়।
এসময় বক্তব্য দেন,বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন- বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও সদর উপজেলার সভাপতি রমজান আলী সহ শিক্ষকবৃন্দরা।
বক্তরা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষক কর্মচারী বৃন্দের বাড়ি ভাড়া- চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সহ চাকুরী জাতীয়করণের জোর দাবি জানান।
শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারণলিপি প্রদান করেন।