মোা: আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
জিয়া সাংস্কৃতিক সংগঠন -জিসাস- এর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন।
হাটহাজারীতে ১০৫ জন বিশিষ্ট জিয়া সাংস্কৃতিক সংগঠন -জিসাস- এর আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
জিসাস চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহবায়ক এসএম নাজিম উদ্দিন এবং সদস্য সচিব হাসান উদ্দিন স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
বুধবার ২৩ অক্টোবর জিসাস চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক শিল্পী মো.আবুল হাসেম আজাদের সুপারিশকৃত অনুমোদিত কমিটিতে মো.আশফাকুল আবেদীন জিসানকে কে আহবায়ক এবং গাজী রাসেল হাসান কে সদস্য সচিব করে ১০৫ সদস্য বিশিষ্ট হাটহাজারী উপজেলা জাসাস এর আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করারও নির্দেশ প্রদান করা হয়েছে।