
শাহিন ফকির
জাতীয়তাবাদীর শক্তি জনগণ এবং জনগণের বন্ধু জাতীয়তাবাদীর শক্তি, বিএনপি একক সংগঠন তারা এককভাবে নির্বাচন করবে,শুক্রবার শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
১৪ মার্চ ২০২৫ শুক্রবার পিরোজপুর সদর উপজেলার ৬ নং শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ও ০১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কুমিরমারা আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে ০৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন বেপারী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির।
ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন,কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তহিদুল ইসলাম তৌহিদ,জেলা মৎস্যজীবী দলের সভাপতি নজিবুল ইসলাম,পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাদি হাসান মেহেদী সহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদল,মৎস্যজিবীদল, কৃষকদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, এছাড়াও পিরোজপুর সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন-
মাহে রমজানের অর্ধ সময় গিয়েছে আমরা সকলে রোজা রাখতে পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া এই শুকরিয়া আদায়ের জন্য আরো একটু শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে এই সতের বছর পর উন্মুক্ত স্থানে শেখ হাসিনার স্বৈরাচারী পুলিশ মুক্ত গুন্ডাবাহিনী মুক্ত একটি ইফতার মাহফিল করতে পেরেছি, আমাদের চাহিদা একটাই এদেশের স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন রাতের আধারে নয় সেই নির্বাচন হবে জনগনের স্বতঃস্ফূর্তভাবে স্ব শরীরে ভোট প্রদানের নির্বাচন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুদ কবির,উক্ত দোয়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
উল্লেখ্য উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার আগে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে কুমিরমারা আশ্রয়ন প্রকল্পে সাধারন মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরন করেন।