
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলায় চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ রজিউল্লাহ খানের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ অফিসার নিয়ে চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চরের বিভিন্ন হাটবাজারে আইন-শৃঙ্খলা উন্নয়ন বিভিন্ন স্থানে পথসভা করেন ২৫শে জানুয়ারি দিনব্যাপী।
সরজমিন দেখা গেছে, চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান ২০শে জানুয়ারি যোগদান করেছেন। এর মধ্যেই আইনশৃঙ্খলা উন্নয়নে চর হাজিগঞ্জ হাট বাজারে সভা ও ২৫ শে জানুয়ারি চর হরিরামপুর ইউনিয়নের আমিন খার হাট শতাধিক লোকের উপস্থিতিতে সাথে একদল চৌকস পুলিশ অফিসার নিয়ে আইন-শৃঙ্খলা উন্নয়নে এক পথ সভা করেন।
এই সময় অফিসার্স ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান আমির খানের হাটে বিভিন্ন ব্যবসায়িক মানুষ এবং নির্বাচিত জন প্রতিনিধি বিভিন্ন মিডিয়ার কর্মীদের নিয়ে এ পথ সভা করেন বিভিন্ন লোকের সমস্যা শুনেন । দুর্গম চরে আইনশৃঙ্খলা উন্নয়নে মাদক নির্মূল, গরু চুরি, মারামারি রোধকল্পে গণ-সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।
এই সময় অফিসার ইনচার্জ রজিউল্লাহ খানের সাথে ছিলেন সেকেন্ড অফিসার, এস.আই রফিকুজ্জামান, এস আই ওয়াসেক মিয়া, এস.আই খয়বর রহমান, এ এস আই শফিকুর রহমান, এ এস আই সোহেল রানা, এবং কনস্টেবল দেলোয়ার হোসেন।
এরপর মাসুদ খার হাটে সন্ধ্যায় অফিসার ইনচার্জ মোঃ রজিউল্লাহ খানের সভাপতিত্বে একদল কৌকশ পুলিশ অফিসার নিয়ে আইন-শৃঙ্খলা উন্নয়নের দ্বিতীয় পথসভার করেন। এ সময় নির্বাচিত জন প্রতিনিধি বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গন, দুই শতাধিক ব্যবসায়ী গণমানুষ উপস্থিত ছিলেন। চরভদ্রাসন থানার অফিসার ইন ইনচার্জ মোঃ রবিউল্লাহ খানের এমন মানবিক মহৎ কর্মকাণ্ড সুশিল সমাজ সাধুবাদ জানিয়েছে।
তিনি আরো ব্যক্ত করেছে আইনশৃঙ্খলা উন্নয়নের সকল শ্রেণী পেশা সহ সকলের সহযোগিতা চান।
এলাকাবাসী সুশীল সমাজ এমন মানবিক কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছে।