মোঃ আবু তৈয়ব
হাটহাজারী চট্টগ্রাম- প্রতিনিধি।।
সোমবার -২৩ সেপ্টেম্বর- রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক আদেশে বলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিম্নোক্ত শিক্ষকবৃন্দে যোগদানের তারিখ হতে ০১ -এক- বছরের জন্য সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে,এম,নুর আহমেদের স্বাক্ষরিত স্মারক নং এ-১৯২-৬৭২৯-১৪-সাঃ এর আদেশে এটা এই নিয়োগ প্রধান করা হয়। আদেশে বলা হয় নিয়োগকৃত সহকারী প্রক্টরগণ বিশ্ববিদ্যালয় নিয়ম মোতাবেক প্রদয় ভাতা ও অনান্য সুবিধাদি পাবেন।
সহকারী প্রক্টর হলেন যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোঃ বজলুর রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরুন রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাইদ বিন কামাল চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ নুরুল হামিদ।