ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
চট্টগ্রাম উত্তর জেলার রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা- বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলা করায় প্রবাসী পরিবারের ওপর ফের হামলার হুমকি দিয়েছে হামলাকারীরা। এমনকি মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলেও জানান মামলার বাদী। বর্তমান প্রবাসী পরিবারটি আতঙ্কে- নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
৩ সেপ্টেম্বর -মঙ্গলবার- দুপুরে এসব কথা জানান মামলার বাদী রেজাউল করিম।
জানা যায়- রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ সৈয়দ বাড়ীর সদর আলী মুন্সি বাড়ী গ্রামের মৃত হাবিবুল্লাহ গায়ের সাথে একই গ্রামের আব্দুর নবীর ছেলে আব্দুল গফুরের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত ৫ আগস্ট সরকার পতন হলে বিজয় মিছিল করাকালীন সময় রাত সাড়ে ১১ টায় মামলার আসামী আব্দুল গফুর ও তার ছেলে আব্দুল মজিদ, আব্দুল ছবুর, আব্দুল সুবান, আব্দুল মনা, মেয়ে ছলিমা খাতুন, আব্দুল মজিদের মেয়ে মুনা আক্তার ও বাদশার ছেলে আরমানের নেতৃত্বে অজ্ঞাত ৩০-৩৫ জন সন্ত্রাসী নিয়ে রেজাউল করিম এবং প্রবাসী দুই ভাই ফজল করিম ও আবদুল করিমের বাড়ীতে হামলা চালায়।
এরপর ৬ আগস্ট সকালে ফের আবারো সশস্ত্র হামলা চালিয়ে বড় হাতুড়ি ও বল্লম দিয়ে ঘরের পাকা বাউন্ডারি ওয়াল ও ঘরের দেয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় আসামিরা ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করলে বাদী ও তার ভাইয়ের স্ত্রীরা তাতে বাঁধা দিলে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে। একই সাথে আসামিরা ঘরের জিনিসপত্র ভাঙচুর এবং ঘরের আলমিরা ভেঙে গচ্ছিত টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র
লুট করে নিয়ে যায়। এতে প্রবাসী পরিবারের প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতিসাধন হয় বলে জানান পরিবারটি।
এ নিয়ে রেজাউল করিম বাদী হয়ে গত ১২ আগস্ট প্রথমে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের ও পরে ২০ আগস্ট চট্টগ্রাম চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে -সি আর মামলা নং ৪১৩-২৪ইং- ধারা- ১৪৩-৪৪৭-৪৪৮-৪২৭-৩২৩-৩০৭-৩২৭-৩৭৯-৩৮০-৫০৬-২-৩৪ দ:বি:-একটি মামলা করেন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নিতে চাপ ও হুমকি দিতে থাকে।
এতে প্রবাসী পরিবারের সদস্যরা বাড়িছাড়া হয়ে আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন।
এবিষয়ে বাদীর আইনজীবী এ্যাড: মো. রাশেদ পারভেজ বলেন- মামলাটি তদন্তের জন্য জেলা ডিবিকে আদালত নির্দেশ দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে রিপোর্ট জমা দিতে জানানো হয়েছে।