
মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার -নিষিদ্ধ সংগঠন-ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর সম্রাটকে গ্রফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর১২টার দিকে ঢাকার বাড্ডা থানা এলাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতার ইসতিয়াক কবির সম্রাট কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীরের ছেলে।
বাড্ডা থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজহারুল ইসলাম জানান- বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ইশতিয়াক কবির সম্রাট বাড্ডা থানা এলাকার আফতাবনগরে ঘোরাঘুরি করছেন।পরে তাকে গ্রেফতার করে কালিয়াকৈর থানায় বিষয়টি অবহিত করা হয়।
উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ও পলায়নের পর থেকে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর১২টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ইসতিয়াক কবির সম্রাট কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মুরাদ কবীরের একমাত্র পুত্র ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নিকট আত্বীয় বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন-
ঢাকা বাড্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজাহারুল ইসলাম ইসতিয়াক কবির সম্রাটের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- সম্রাটকে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হবে। কালিয়াকৈর থানার অপারেশন ইন্সপেক্টর যোবায়ের আহমেদ বলেন- বাড্ডা থানা থেকে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবিরকে গ্রেফতার করার সংবাদটি পেয়েছি এবং খুব দ্রুত সময়ে গ্রেফতারকৃত সম্রাট কে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হবে। এ বিষয়ে কাজ চলমান রয়েছে।