মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ জনসহ মোট ৩৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৭ এপ্রিল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা সূত্রে এ তথ্য জানাগেছে।
জানাযায়, মেয়র পদে ১২ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান।
এছাড়া স্বতন্ত্র থেকে বহিস্কৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশিদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেন মনোনয়ন দাখিল করেছেন।