মোঃ মিন্টু মিয়া
বিশেষ প্রতিনিধি।।
গাজীপুরের শ্রীপুরে ১ নং মাওনা ইউনিয়ন পরিষদে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা । বুধবার দুপুরের দিকে হঠাৎ হামলা কারিরা বিভিন্ন কক্ষে ব্যাপক ভাংচুর চার করে এ সময় চেয়ারম্যান পরিষদে ছিলেন না হামলা করে এক পর্যায়ে চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দিয়ে চলে যায়।
এই বিষয়টি নিশ্চিত করে মাওনা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ এনামুল হক মোল্লা জানান দুপুর ২ টার দিকে তিনি অফিসে ছিলেন চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খোকন লাঞ্চ করার জন্য বাড়িতে যান। চেয়ারম্যান চলে যাবার কিছু সময় পরে একদল দুর্বেতারা পরিষদে এসে হামলা চালায় হামলা কারীরা চেয়ারম্যানের কক্ষে চেয়ার টেবিল সহ এজলাস আদালত এবং বিভিন্ন আসবাবপত্রসহ সব কিছু ভাঙচুর করে। পরে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খোকন মুঠোফোনে জানান আমি দুপুরে খাবার খেতে বাড়িতে এসেছিলাম এ সময় দুর্বৃত্তরা কারীরা পরিষদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচার করে বিষয়টি গাজীপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর নিকট জানানো হয় ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা জানান ওই ইউনিয়ন পরিষদের উত্তেজনা কথা আমি শুনেছি চেয়ারম্যান রিপোর্ট করলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।