মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ সুপার মো. আবুল কালাম আযাদ মহোদয় উপজেলার তেলিরচালা এলাকায় ট্রান্সকম বেবারেজ কারখানা পরিদর্শন করেন। সেখানে শ্রমিক ও মালিক পক্ষের সাথে মতবিনিময় করেন । মতবিনিময়কালে উক্ত কারখানার শ্রমিক নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা সম্পর্কিত তথ্যাবলী শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার অঙ্গীকার ব্যক্ত করেন ।
এ সময়ে উপস্হিত ছিলেন- নাজমুস সাকিব খান- পিপিএম- অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম & অপস্- জনাব মো. রবিউল ইসলাম- পিপিএম-সেবা- অতিরিক্ত পুলিশ সুপার -ডিএসবি- জনাব মাহবুবুর রহমান- অতিরিক্ত পুলিশ সুপার -ডিবি- জনাব আজমীর হোসেন- সহকারী পুলিশ সুপার- কালিয়াকৈর সার্কেল- গাজীপুরসহ গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।বর্তমানে অত্র এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।