মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে নবাগত জেলা প্রশাসক -ডিসি- নাফিসা আরেফীনের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক -শিক্ষা ও আইসিটি- মো. সোহেল রানা ও উপ-পরিচালক -স্থানীয় সরকার- মো. ওয়াহিদ হোসেন।
মতবিনিময় সভায় গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আমজাদ হোসেন- সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক- নাসির আহমেদ- মজিবুর রহমান- রাহিম সরকার- আমিনুল ইসলাম- মোস্তাফিজুর রহমান টিটু- দেলোয়ার হোসেন- শাহ সামসুল হক রিপন- আবিদ হোসান বুলবুল- আতিকুর রহমান -কাজী মোঃ মকবুল হোসেন- আফজাল হোসেন- সাদেক আলী- রায়হানুল ইসলাম আকন্দ’সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় স়ভায় সাংবাদিকরা জেলার যানজট- রাস্তায় সিএনজি-অটোর স্ট্যান্ড- সরকারি সেবা প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য- পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা, নিয়মিত বাজার মনিটরিং- রিসোর্ট ও পার্কে অনৈতিক কাজ বন্ধ করা- আন্তঃনগর ট্রেন থামানো- রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে শহীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং গাজীপুরের সার্বিক উন্নয়নের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন- ভয়হীন পরিবেশে পেশাগত দায়িত্ব পালনে সরকার সাংবাদিকদের সবধরণের সহযোগিতা করতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।