
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে পুলিশ সুপার হিসেবে কাজী শফিকুল আলম বিপিএম ৫ সেপ্টেম্বর সাকল ১০ টায় যোগদান করেন। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
নবাগত পুলিশ সুপার পুলিশ অফিস ও পুলিশ লাইন্স অস্ত্রাগারে সশস্ত্র সালাম গ্রহনের পর পুলিশ লাইন্সে অবস্থিত ‘‘চেতনায় স্বাধীনতা” স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞপন করেন।
পরবর্তীতে পুলিশ সুপার কাজী শফিকুল আলম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, এবং গাজীপুর জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মমতাজ বেগমের সাথে সৌজন্য সাক্ষাতপূর্বক জেলার সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট প্রধানের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রব্বানী শেখ (প্রশাসন ও অর্থ). অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ছানোয়ার হোসেন (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান (ডিএসবি). অতিরিক্ত পুলিশ সুপার ডাঃ নন্দিতা মালাকার (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন, (কালীগঞ্জ সার্কেল), সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন ( কালিয়াকৈর সার্কেল) প্রমুখ ।
উল্লেখ্য যে, ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের এই চৌকস কর্মকর্তা ইতপূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।