
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
রাতের অন্ধকারে ফসলসহ এগারশ শশা গাছ মাটি থেকে উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের জয়পুরা মিঝি বাড়ীর সামনে মাঠে এ ঘটনাটি ঘটে।
কৃষক মোশারফ হোসেন ভূইয়া জানান, জয়পুরা মাঠে আমি ১৫শতক জমিতে ‘স্মার্ট কৃষি প্রজেক্ট’ এর আওতায় উন্নতমানের শশাসহ বিভিন্ন সবজির চাষাবাদ করে আসছি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার পরে আমি জমি থেকে বাড়িতে চলে যাই। সকালে শ্রমিকরা মাঠে কাজ করতে এসে দেখেন জমির সব শশাগাছ শুকিয়ে গেছে।
খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার সহশ্রাধীক শশাগাছ কে বা কারা মাটি থেকে উপড়ে ফেলে হয়েছে। এতে আমার কয়েকলাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার জানান, আমি ছুটিতে আছি। খবর পেয়েছি। কৃষক মোশারফ হোসেনের সাথে কথা বলে ক্ষয়ক্ষতি জেনে ব্যবস্থা গ্রহণ করবো।