
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ফজলু রহমান -৫৫- নামের একজন আহত হয়েছেন। একইসাথে আহত হয়েছেন মোটরসাইকেলের চালক মাহফুজ -১৫-।
মঙ্গলবার -২৯ অক্টোবর- বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলার মাইলমারী মন্ডল পাড়াতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ফজলু রহমান গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা গ্রামের পশ্চিমপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে এবং মাহফুজ কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের চকপাড়ার যাইদুল ইসলামের ছেলে এবং হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়- ফজলু রহমান মাইলমারী মুজিব এন্টার প্রাইজে বাজার শেষে বাড়ি ফিরছিলেন এবং মাহফুজ মোটরসাইকেল নিয়ে বিপরীত দিক থেকে ফ্যানের নাট ক্রয়ের উদ্দেশ্যে একই দোকানে যাচ্ছিলেন। এসময় মন্ডলপাড়া দিঘিরপাড়ে পৌঁছলে দ্রুতগামী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে ফজলুকে সজোরে ধাক্কা দেয় মাহফুজ।মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর ভাবে আহত হন ফজলু রহমান। একই সময়ে মাহফুজও আহত হন।
স্থানীয়রা জানান-দু’জনকে পাকা সড়কের উপর পড়ে চিৎকার করতে দেখলে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ফজলু রহমান জানান-আমি দোকানে বাজার শেষ করে রাস্তার বাম পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম। এসময় খুব দ্রুতগামী মোটরসাইকেলটি এসে আমাকে সজোরে ধাক্কা দেয়। এসময় আমি মাটিতে লুটিয়ে পড়ি। ঘটনায় তিনার বুকে আঘাতসহ পায়ের বিভিন্ন অংশ মারাত্মক ভাবে রক্তাক্ত জখম হয়।
এদিকে মোটরসাইকেলের চালক মাহফুজেরও হাত- পা ও নাকে আঘাতের কারণে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।
স্থানীয়রা বলছেন-দ্রুতগামী মোটরসাইকেল চালনার জন্যই এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা আরও জানান-সম্প্রতি সময়ে স্বল্প বয়সী তরুণদের মোটরসাইকেল চালনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেল চালনার দক্ষতা না থাকলেও অভিভাবকদের অসচেতনতার কারণে তারা দ্রুতগামী মোটরসাইকেল চালিয়ে থাকে। যার কারণে গ্রামাঞ্চলেও দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে অভিভাবকের সচেতন হওয়া জরুরি বলে তিনারা মনে করেন।