
স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রী বৃদ্ধির লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার -১৯ জানুয়ারি- বেলা ১১ টার দিকে মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত জরুরি সভায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রশিদ।
মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানেছুর রহমানের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাথুলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাবের আলী- সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ক্বারী মহির উদ্দীন ও গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাজিদ আল মামুন।
এসময় অন্যান্যের মধ্যে বাবলু রহমান, হাসান আলী, মাসুদ রানা মিল্টন, সহকারী শিক্ষক হাফিজুর রহমান- রফিকুল ইসলাম- রাবেয়া খাতুন-উম্মে জোবাইদা কুলসুম- রুবী নাসরীন- সাবিহা আক্তার ও সহকারী শিক্ষক শাহনাজ পারভিনসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রী বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাসহ করোনাকালীন সময়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত, পাশের গ্রামের লোকজন কর্তৃক বিদ্যালয়ের শিক্ষার্থী জবরদস্তি করে নিয়ে সে গ্রামের বিদ্যালয়ে ভর্তি করার প্রবণতারোধ, লেখা পড়ার ভালো পরিবেশ থাকা সত্বেও বিভিন্ন কেজি স্কুল ও প্রি-ক্যাডেটসহ বেসরকারি প্রতিষ্ঠানে শিশুদের ভর্তি রোধকল্পে করণীয় ও সম্প্রতি বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে পরিবেশ নোংরা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও এর সমাধান নিয়ে বক্তব্য রাখা হয়। একই সময়ে সকল সমস্যার সমাধানসহ আগামীতে বিদ্যালয়ে লেখাপড়ার আরও মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধান শিক্ষক দানেছুর রহমান সকল সচেতন অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের সন্তানকে ভর্তির আহ্বান জানান।