ফজলে এলাহি ঢালী- ময়মনসিংহ।।
দেশের বিভিন্নস্থানে সাধারণ শিক্ষার্থীদের উপড় হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাজার হাজার শিক্ষার্থী।
মঙ্গলবার -১৬ জুলাই- বেলা ১১ টায় নগরীর টাউনহল মোড়ে জড়ো হয়ে এই বিক্ষোভে অংশ নেন তারা।
এ সময় তাদের কোটাবিরোধী ও প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।এতে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের নগরে প্রবেশমুখ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভরত কয়েকজন শিক্ষার্থী এসময় বলেন-হামলা-মামলা করে সাধারণ শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবেনা।সারাদেশের ন্যায় ময়মনসিংহেও কঠিন আন্দোলন গড়ে তুলা হবে।