মোঃ আব্দুল আউয়াল খান।।
কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটী বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে পনেরটির মতো দোকানপাট পুড়ে ভস্মিভুত হয়েছে।
২৭ সেপ্টেম্বর শুক্রবার গভীররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে কেন্দুয়া- নেত্রকোনা সদর ও গৌরীপুর উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়।তবে কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তা নির্নয়ের কাজ চলছে।
এদিকে শনিবার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ছুটে আসেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।তিনি ক্ষতিগ্রস্থ প্রতি দোকানের মালীকদের হাতে নগদ ৭০০০ টাকা করে তুলে দেন।
এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহয়োগীতার আশ্বাস দেন।এ সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার সহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।