ক্রাইম রিপোর্টার
সোহানুর রহমান বাপ্পি।।
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের- শেরপুর জিরারাই- গ্রামের ৯ নং ওয়ার্ডের আল-আমীন মিয়ার ৪ বছরের ছোট্ট মেয়েকে দর্শনের চেষ্টা করে- ৫৫ বছরের ফজলুর রহমান।
বিগত ৩০.১২.২৪ তারিখে এই ঘটনাটি ঘটে। আল আমিনের মেয়ে ফজলুর রহমানের বাড়িতে তার নাতি- নাতনিদের সাথে খেলাধুলা করার জন্য যায় মীম- ফজলুর রহমান ছোট্ট মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজস্ব ঘরের ভিতরে নিয়ে মুখ চেপে ধরে- দর্শনের চেষ্টা করলে এমনও অবস্থায় মীম ডাক- চিৎকার করলে ভয়ে ছেড়ে দেয় মীমকে- ছোট্ট মেয়ে মীমের পরিবারের কাছ থেকে জানা যায়- এই বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি ফজলুর রহমান কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।