
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে ব্যপক আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আজ শনিবার ষষ্ঠীর মধ্যদিয়ে শারদীয় দূর্গাপুজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এবছর মোট ১৩৫ টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে।
পুজা উদযাপন কমিটি জানান, কালিয়াকৈর উপজেলায় ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে সর্বমোট ১৩৫ টি মন্ডপে প্রতিমা তৈরি গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কালিয়াকৈর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার পাল বলেন,গত দুই বছর করোনার কারণে আমরা সীমিত আকারে দূর্গাপুজা উদযাপন করেছি। এবছর যেহেতু করোনা নেই, তাই ভালভাবে দূর্গাপুজা উদযাপন করার প্রস্তুতি নিয়েছি।
আজ শনিবার ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ৫ অক্টোবর বুুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান বলেন,উপজেলায় মোট ১৩৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।