অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা মহামান্য হাইকোর্টের কোটা সংক্রান্ত রায় বজায় রাখা ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটাক্ষ করে বক্তব্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে । মানববন্ধন ও প্রতিবাদ সভাটির আয়োজন করেন মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কালিয়াকৈর উপজেলা শাখা।
এসময় উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কালিয়াকৈর উপজেলা শাখার সাবেক কমান্ডার ডাঃ সাহাবুদ্ধিন আহসান- সাবেক ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন আহমেদ- বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক- বীর মুক্তিযোদ্ধা ডিএ সামাদ প্রমুখ।
কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শরীফ সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।