
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম-১৫ -সাতকানিয়া-লোহাগাড়া- আসনের সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন- ইসলামি ব্যক্তিত্ব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেবরা এদেশের মন্ত্রী ছিলেন। দেশি-বিদেশী শক্তি দূরবীণ দিয়ে নীরিক্ষণ করেও তাদের বিরুদ্ধে কানাকড়ি দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের চরিত্র এরকমই। যারা আখিরাতকে ভয় করে- আল্লাহর নির্দেশনা মেনে তার জমিনে তার হুকুমাত প্রতিষ্ঠিত করতে চায় তাদের কর্মকান্ড আয়নার মত পরিস্কার। অনিয়ম-দুর্নীতি তাদেরকে স্পর্শ করতে পারে না। সেসব মানুষ রাষ্ট্র ক্ষমতায় গেলেই কেবল দুনীতিমুক্ত ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব। এক্ষেত্রে দেশের তাওহিতি জনতাকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। মানুষকে বোঝাতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত হলে সমাজে অন্যায়-অবিচার থাকবে না। একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
তিনি জুমুবার বাদে জুমা দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া গারাঙ্গিয়া ইসলামীয়া কামিল মাদ্রাসার ১০৬তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার-১৭ জানুয়ারি- তিনি এসব কথা বলেন। কৈশোরের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, এই মাদ্রাসা থেকে আমি দাখিল পাশ করেছি। এই ক্যাম্পাসের সাথে আমাদের দুরন্ত কৈশোরের আবেড় জড়িত। এই প্রতিষ্ঠান থেকে যুগে যুগে অসংখ্য আলেম ওলামা ও গুণীজন তৈরি হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন আমরা এলাকায় আসতে পারিনি। ৫ আগস্টে জালিম সরকারের পতনের পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই বিপ্লবের স্পিরিট ধরে রাখতে হবে। যেসব জানবাজ তরুণ নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে এই বিপ্লব সফল করেছে তাদের জন্য মহান আল্লাহর দরবারে উত্তম প্রতিদান কামনা করেন তিনি।
গারাঙ্গীয়া দরবারের পীর মাওলানা আনোয়ারুল হক ছিদ্দিকি মজিদি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি দিবসের প্রথম অধিবেশনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ মহিউদ্দিন, লেখক ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধান, রাজনীতিবিদ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম প্রমূখ।