নুর মোহাম্মদ
ককসবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়াতে ইয়াবাসহ তিনজন মাদককারবারী গ্রেফতার করেছেন চকরিয়া থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেলসহ ৪৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
বৃহস্পতিবার-১৮ জানুয়ারি-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার শহীদ আব্দুল হামিদ বাসটার্মিনালে অভিযান চালিয়ে সকালে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারা হলো কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের জাফর আহমদের ছেলে মোহাম্মদ জাহেদ-২২-টেকনাফ পৌরসভার পল্লানপাড়ার মো. ইউনুফের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব-২৩-ও উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ধ্রুরংখালী গ্রামের এজাহার মিয়ার ছেলে মো. মফিজ উদ্দিন-২৩-।
পুলিশ জানায়, পৌরসভার বাস টার্মিনাল এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ করা হলে পুলিশ তাদের সঙ্গে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করে ৪৯ হাজার ইয়াবা, দুটি মোটরসাইকেলসহ তিনটি মোবাইল জব্দ করা হয়।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান টেকনাফের আলিখালির ইয়াবা সম্রাট হারুনের নিকট থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্য উখিয়া, রামু হয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। এ বিষয়ে চকরিয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।