
নিজস্ব প্রতিবেদক।।
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ- মারধর ও শ্লীলতাহানিসহ প্রাণনাশের হুমকির অপরাধে পিতা-পুত্রকে জেল হাজতে পাঠিয়েছে চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার।
তারা হলেন রামু উপজেলা ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল ৫নং ওয়ার্ড’র শাহিন সরওয়ার বাবু ও ছাবের আহমদ। বৃহস্পতিবার ২ জানুয়ারি সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন না মনজুর করে জেল হাজতে পাঠিয়েছে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালত রামুর মামলা সুত্রে প্রকাশ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নে বেসরকারি এনজিও ওয়ার্ল্ড ভিশন সংস্থার আইডি কার্ড এবং লগো জালিয়াতি করে নিজেদের ওয়ার্ল্ড ভিশন সংস্থার অফিসার, ম্যানেজার, ফিল্ড অফিসার ও কর্মী পরিচয় দেয়।
পরে ওয়ার্ল্ড ভিশন সংস্থা থেকে অসহায় ও দরিদ্র লোকদের বিনামূল্যে চাউল, ডালসহ ১৫ ধরনের জিনিসপত্র এবং ছেলে-মেয়েদের পড়াশোনা জন্য উপবৃত্তির টাকার আশ্বাস দিয়ে ৬ জনের কাছ থেকে শাহিন সরওয়ার বাবু, মোঃ জাহেদুল ইসলাম, ইসমত আরা বেগম, ছাবের আহমদ ও সেলিনা আক্তার’র সিন্ডিকেট ভুক্তভোগী কাছ থেকে ২০ লক্ষ ৯৮ হাজার টাকা গ্রহণ করে।
তারা টাকা পাওয়ার পর কোন প্রকার খাদ্য সামগ্রি ও ছেলে- মেয়েদের উপবৃত্তির টাকা প্রদান না করার বিষয়টি জানতে চাইলে তারা বিভিন্ন তালবাহানা করে আজ-কাল দিবে বলে কালক্ষেপন করে।
পরে ভুক্তভোগীগণ টাকা আদায়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে গত ১৪ আগষ্ট উপস্থিত থাকার জন্য বলে। পূর্ব থেকে উৎপেতে থাকা ব্যাক্তিরা ভুক্তভোগীদের উপর লোহার রড ও লাঠি দ্বারা হামলা করে মারাত্মক রক্তাক্ত জখম করে।
এঘটনায় ফতেখাঁরকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদারপাড়া তেচ্ছিপুল এলাকার আছমা বেগম গত ২৪ আগষ্ট’২৪ইং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (রামু) অভিযোগ দাখিল করে। যার সি,আর,মামলা নং ৪৪৩/২০২৪ইং।
এ মামলায় শাহিন সরওয়ার বাবু ও ছাবের আহমদকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার বৃহস্পতিবার ২ জানুয়ারি জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। এ খবর এলাকায় পৌছলে ভুক্তভোগী মহল মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেছেন বলে জানিয়েছেন।

























