নুর মোহাম্মদ কক্সবাজার।।
কক্সবাজারে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামী র্যাব-১৫’র সদস্যরা গ্রেফতার করেছে। তিনি গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে ভিন্ন নামে দীর্ঘ ২২ বছর যাবত পলাতক ছিলেন।
সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মীনা বাজার এলাকায় নুরুল ইসলামের পুত্র আনোয়ার ইসলাম (৪০-।
গোপন সংবাদে রবিবার-২৮ জানুয়ারি-জানতে পারে গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মীনা বাজার এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। পরবর্তীতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে আনোয়ার ইসলাম-৪০-কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই আসামী গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে ২২ বছর ধরে আত্মগোপনে ছিল বলে স্বীকার করে।
র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, রবিবার-২৮ জানুয়ারি-র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফের হ্নীলা মিনাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একজন অস্ত্র আইনের ১৯ -এ-এফ ধারায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।