নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার’র রামুতে বন্যায় নিহত পরিবারে জাতিসংঘের স্বীকৃতি প্রাপ্ত সূর্যের হাসি ফাউন্ডেশন নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
বন্যায় নিহত রবিউল আলম কক্সবাজার’র রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়ন’র ২নং ওয়ার্ডের পূর্ব জুমছড়ির সালেহ আহমদের পুত্র অপর দিকে একই এলাকার নিহত আমজাদ হোসেন- গর্জনীয়া ইউনিয়ন’র ২নং ওয়ার্ডের পূর্ব জুমছড়ির ছৈয়দ হোসেন পুত্র। নিহতদের পরিবারসহ আরো ২ জনের পরিবারে সূর্যের হাসি ফাউন্ডেশন নগদ অর্থ সহায়তা দিয়েছেন।
সূর্যের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী আবুল কায়সার’র ব্যক্তিগত তহবিল থেকে ওই সহযোগিতা দিয়েছেন বলে সংশ্লিষ্ট ফাউন্ডেশনর দায়িত্বশীল সুত্রে জানা গেছে। রবিবার ২৫ আগষ্ট বিকেলে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে এ সহায়তা প্রদান করেছেন।
এ সহায়তা প্রদান হস্তান্তর কালে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু- ব্যাংকার জয়নাল আবেদীন- সূর্যের হাসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নুরুল হক বুলবুল- গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হামিদ- গর্জনিয়া ইউপি সচিব আবুল কাশেম- শাহজাদা মামুন চৌধুরী- সূ্র্যের হাসি ফাউন্ডেশন রামু উপজেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুব আলম- আলহাজ্ব আবুল কাশেম- বিএনপি নেতা হারুন অর রশীদ খোকন- গর্জনিয়ার পূর্ব জুমছড়ি সমাজ সর্দার আবু তাহের ও গ্রাম পুলিশ আব্দুল মালেক ও রুবেল প্রমূখ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন- ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় দলমত নির্বিশেষে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সূ্র্যের হাসি ফাউন্ডেশন।