কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁওতে ৪ শতাধিক হতদরিদ্র অসহায় নারী-পুরুষের হাতে ইফতার সামগ্রি তুলে দিয়েছে ঈদগাঁও উপজেলা মানবিক টিম।
বৃহস্পতিবার বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঈদগাঁও উপজেলা ও সৌদিআরব মক্কা শাখা মানবিক টিমের যৌথ ব্যবস্থাপনায় এসব ইফতার সামগ্রি বিতরণ করা হয়।
টিমের প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান নাছির উদ্দীন জয়। স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব এম রেজাউল করিম নোমান খাঁন।
এতে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার রেজাউল করিম।
অন্যদের মধ্যে সংগঠক শহিদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আ ন ম আমজাদ হোসেন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী, সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুর রহমান ইত্তেহাদ, আইন ও সেবা সম্পাদক সাদ্দাম হোসাইন রিফাত, মিডিয়া অনলাইন সম্পাদক মাহাবুব আলম মাবু, দপ্তর সম্পাদক লোকমান হাকিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর, তথ্য ও তদন্ত সম্পাদক মোঃ জিশান, নির্বাহী সদস্য জহিরউদ্দিন, মুহাম্মদ রশিদ, কলিমউল্লাহ, মনজুর আলম, মুহাম্মদ করিম, হারুনুর রশিদ, শহীদুল ইসলাম প্রমুখ।