এম আবু হেনা সাগর- ঈদগাঁও।।
পাহাড়ি ইউনিয়ন ঈদগড় একটি বসতবাড়িতে গভীর রাতে চোর সিন্ডিকেট চক্ররা ডুকে টাকা- মোবাইল সহ স্বর্ণালংকার নিয়ে যায়।
ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে।
জানা যায়- ইউনিয়নের বদর মোকাম এলাকার স্থায়ী বাসিন্দা প্রাণিসম্পদ চিকিৎসক আইয়ুব তাহেরের বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। রাতে যখন সবাই ঘুম ছিল- বাড়ির রান্নাঘরের পিছনের দিয়ে কৌশলে দরজার ক্লিপ খুলে চোর চক্রের সদস্যরা বাড়িতে প্রবেশ করে।
ভুক্তভোগী পরিবারের দাবি- ঘুমন্ত অবস্থায় তারা বাড়ির সকলকে স্প্রে করে। তা না হলেই সবারই অজান্তে এভাবে বড় চুরি সংগঠিত কখনো হতে পারেনা।
চোরের সদস্যরা নগদ ৫ লক্ষ ২৫ হাজার টাকা- দামী অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক ভরি স্বর্ণ নিয়ে পলায়ন হয়।
এদিকে বাড়ির তিন রুমে চোর চক্রের মূল্যবান মালামাল লুটের জন্য তছনছ করে। এমনকি
বাড়ির কর্তা ডাক্তার আইয়ুব তাহেরের বালিশের নিচ থেকে সিন্দুকের চাবি নিয়ে এ চুরি সংগঠিত করে। বর্তমানে এ ঘটনার তদন্ত চলছে।