
মো. আসাদ উল্লাহ- ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দারুস্-সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী সংসদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হাসিবুর রহমান দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার -২৯ অক্টোবর- দুপুরে সংগঠনটির সম্মানিত উপদেষ্টাদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সহসভাপতি মোঃ মনিরুল ইসলাম- যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজাম্মুল হোসেন- সাংগঠনিক সম্পাদক সাইয়্যেদ ওসমান বিন হাসনাইন- যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব অর্থ সম্পাদক মোঃ জুবায়ের নেছারী- যুগ্ম অর্থ সম্পাদক এইচ এম আরাফাত- প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন- উপ প্রচার সম্পাদক মোঃ সালেক মাহমুদ- দপ্তর সম্পাদক খালিদ হাসান, উপ দপ্তর সম্পাদক মোঃ আবু বকর- গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম নেছারী- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিয়াজ মোর্শেদ, এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন ইসমাইল রাহাত- মাজহারুল ইসলাম- ওলিউল্লাহ- গোলাম রাব্বী ও খালিদ সাইফুল্লাহ।
সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান বলেন, “দারুস্-সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠনের মূল লক্ষ্য হলো ছারছীনা দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মধ্যে ঐক্য- বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই।
সভাপতি মোঃ আব্দুল আহাদ বলেন, “আমাদের সংগঠন শুধু শিক্ষা ও আদর্শের প্রচার নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অপরকে সমর্থন করে এগিয়ে যাওয়ার একটি প্ল্যাটফর্ম। আমরা ইসলামী চেতনার বিকাশে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব।”