
ইবি প্রতিনিধি।।
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ২০২২ এ অংশগ্রহনের দাবিতে প্রধান ফটক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। এতে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া শিক্ষক-শিক্ষার্থী বহনকারী বাসগুলো আটকা পড়ে। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হন। পরে তাদের দাবি আদায় হলে আন্দোলন প্রত্যাহার করে তারা।
জানা যায়, এ আন্দোনলের ফলে ক্যাম্পাসের ৪৭ টি বাস প্রায় দেড় ঘন্টা আটকে থাকে। এতে প্রায় আড়াই হাজার শিক্ষক-শিক্ষার্থী ভোগান্তিতে পড়েন। অনেকে ব্যস্ততার কারণে ভাড়া বাসে চলে যেতে বাধ্য হয়। তবে প্রায় দেড় ঘন্টা বাস আটকে থাকার বিষয়টি প্রশাসনের ব্যর্থতা বলে দাবি করেছেন অনেকে।
বাসে আটকে থাকা একাধিক শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ফটক আটকানোর পরপরই প্রশাসন চাইলে দ্রুত সময়ের মধ্যে এর সমাধান দিতে পারতো। প্রশাসনের অদূরদর্শী আচরণের কারণেই প্রায় আড়াই হাজার শিক্ষক-শিক্ষার্থীকে ভোগান্তির শিকার হতে হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে আগেই তাদের দাবি মেনে নিতে পারতো। তাহলে আমাদের ভোগান্তি পোহাতে হতো না। প্রশাসনের সদিচ্ছার অভাবে আমরা ভোগান্তিতে পড়েছি।
ভোগান্তিতে পড়া রাজা কুমার নামের এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন নির্ধারিত সময়ে বাস ছেড়ে যায়। আমরা মেসে গিয়ে খাওয়া দাওয়া করি। কিন্তু আজকে বাস আটকে পড়ায় আমরা ভোগান্তিতে পড়েছি।
আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন, বাস আটকে রেখে আন্দোলনের কোন মানে হয় না। কোন দাবি থাকলে কথা বলার জন্য নির্দিষ্ট স্থান আছে। এভাবে সকলকে ভোগান্তিতে ফেলা অযৌক্তিক।
আন্দোলনকারী সূত্রে জানা যায়, এ টুর্ণামেন্টে ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেট বল, সাতার সহ ১১ টি ইভেন্টে খেলার সক্ষমতা থাকলেও বাজেট ও আবাসন সংকট দেখিয়ে মাত্র ৪ টি খেলায় অংশগ্রহণের জন্য দল পাঠাবে বলে সিদ্ধান্ত নেন।কিন্তু বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা প্রত্যেকটি খেলায় অংশগ্রহন করার দাবি জানান। এতে বাজেট, আবাসনসহ সকল সু্যোগ সুবিধার ব্যবস্থা করার আহবান জানান তারা।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন খেলোয়াড়দের দাবি মেনে ১১ টি ইভেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণের আশ্বাস দিলে তারা আন্দোলন প্রত্যাহার করেন।
এর আগে, একই দাবিতে গতকাল ক্রিড়া বিভাগে তালা দেয় আন্দোলনকারীরা। এতে শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল অবরুদ্ধ হয়ে পড়েন।
পরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। এসময় তারা হৈ হৈ রৈ রৈ ইবির বাজেট গেলো কই, বঙ্গবন্ধুর নামে টুর্ণামেন্টে বাজেট নেই কেন জবাব চাই দিতে হবে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে, উপাচার্য আলোচনার আশ্বাস দিলে তারা আজকের মতো আন্দোলন স্থগিত করেন।