শওকত আলম- ককসবাজার।।
আাজ ৩০- নভেম্বর ২০২৪ রোজ শনিবার বিকাল ৩ টায় সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সহ ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলামের কোরআন তেলোয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হোসেন ইমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার সিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আক্তার উদ্দিন ফারুকী, সহ সভাপতি এম আবুল কাসেম- সহ সভাপতি আনোয়ার হোসেন- সহ দপ্তর সম্পাদক আজিজ- সহ অর্থ সম্পাদক নুরুল হাকিম।
বক্তারা বলেন- মানুষের মৌলিক অধিকার রক্ষায় মানবাধিকার কর্মী সবসময় মূখ্য ভূমিকা পালন করে থাকে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি মানবাধিকার কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন- এটি সুন্দরভাবে পালন করা প্রত্যেক মানবাধিকার কর্মীর দায়িত্ব ও কর্তব্য। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা প্রতি বছরের মত এইবছরও খুবই গুরুত্বের সাথে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করবে।
উক্ত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম ভান্ডারী- গিয়াস উদ্দিন- মোঃ আয়ুব- দপ্তর সম্পাদক মোঃ জুবায়ের- সহ আইন বিষয়ক সম্পাদক শফিউল মোস্তফা- অর্থ সম্পাদক ও সদর উপজেলার সভাপতি জামাল হোসাইন- নারী ও শিশু বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার সুনিয়া- সদস্য ফরিদুল আলম বাপ্পি- আবুল কাসেম সহ অনেকে।