উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের ৪ শত ৩ টি পুজা মন্ডপে শারদীয়া দুর্গাপূজার মহা সপ্তমী উৎযাপন করা হয়েছে । উৎসবমুখর পরিবেশে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যার পর নতুন জামা কাপড় পড়ে শিশু- যুবক – যুবতী-বৃদ্ধা সকল বয়সের মানুষ দল বেধে মন্দিরে মন্দিরে প্রতিমা দর্শন করছেন ।
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার মহা সপ্তমী পূজা। শুভশক্তির উন্মেষের মাধ্যমে অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে বিশ্বের শান্তি রক্ষায় প্রতিবছর মা দুর্গা পৃথিবীতে আসেন। শিউলি ফুলের সুগন্ধ কাশফুলের সুন্দর শোভাতেই আমরা বুঝতে পারছি মা আসছেন। দুর্গা মা ভক্তদের দুঃখ যন্ত্রনার অবসান করতে মা বছরে একবার আসেন । সারা বছর সুখে শান্তিতে তার ভক্তরা দিন কাটাতে পারেন সেই আশীর্বাদে মা দুর্গা করেন বলে বিশ্বাস করেন সনাতন ধর্মের মানুষ।
দিনেশ চক্রবর্তী জানান- ১০ অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী তিথি ম ৭-৫৩-৫৭ পর্যন্ত পরে অষ্টমী পূর্বাহ্নে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী বিহিত পূজা প্রশন্তা। রাএি ম ১১-২৯-৪৩ গতে ১২-১৭-৪৩ মধ্যে দেবীর অর্ধরাএ বিহিত পূজা বা কালী পুজা।
মহা সপ্তমীর সকালে সর্বপ্রথম কলাবউকে স্নান করানো হয় । সপ্তমীর সকালে নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হয় নবপত্রিকাকে । শাস্ত্রবিধি মেনে স্নান করিয়ে নতুন শাড়ি পরানো হয় নরপত্রিকাকে। নয়টি উদ্ভিদ দিয়ে নবপত্রিকা গঠন করা হয়। নয়টি উদ্ভিদ মা দুর্গার নয়টি শক্তির প্রতীক। নয়টি হলো কলাগাছ-কচু-জয়ন্তী-হলুদ-বেল-ডালিম-অশোক- মান-ও ধান। নবপত্রিকাকে স্নান করিয়ে আনা হয় পুজামন্ডপে। নবপত্রিকা প্রবেশের পর ই দর্পনে দেবীকে মহাস্নান করানো হয়। পরে মন্ত্রোচ্চারনের মাধ্যমে চক্ষুদানের মধ্য দিয়ে দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ১৬ টি উপাচার ধূপ -ধুনো, বেল- তুলসী, আসন,বস্ত-নৈবেদ্য-পুষ্পমাল্য-চন্দন সহ দেবী দুর্গাকে পুজা করা হয়।
শরৎকালে স্বর্গের দেবতাগন ঘুমিয়ে থাকেন। দেবীকে ঘুম থেকে তোলার জন্য আহ্বান করতে হয়। দেবী এ সময় কুমারী রূপে বেলগাছের পাতায় অবস্থান করেন। ষষ্ঠীর দিন বেল গাছের তলায় দেবীর বোধন ও অধিবাস সম্পূর্ণ হয়। বেল গাছের একটি ডালকে চিহ্নিত করে রাখা হয়। বেল গাছের চিহ্নিত ডাল কেটে মন্ডপে পূজাার স্হানে নিয়ে আসতে হয়।
সনাতন ধর্মাবলম্বীর শিশু-কিশোর-যুবক -বৃদ্ধ সকল শ্রেনির মানুষ প্রতিমা দেখতে দল বেধে ঘুরে বেড়ায় মন্দির থেকে মন্দিরে। অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষের শুভ শক্তির উন্মেষ হোক।