
মোঃ মাসুদ রানা মনি, লক্ষীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে লামনগর একাডেমী ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে মরহুম আবুল কাশেম মাস্টারের স্মরণ সভা ও হাবিবুর রহমান মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর বারোটায় লামনগর একাডেমির হলরুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লামনগর একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন এবং লামনগর একাডেমী ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শাকিল আহমেদের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুম আবুল কাশেম মাস্টারের স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন কাওলী ডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দিন, কামাল হোসেন, মরহুম আবুল কাশেম মাস্টারের বড় ছেলে কানাডা প্রবাসী মোহাম্মদ রফিক উল্লা,মেজো ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এন্ড কনসালটেন্স রায়হান চৌধুরী, ছোট ছেলে কানাডা প্রবাসী মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাডভোকেট মমিনুল ইসলাম,লামনগর একাডেমী স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনির হোসেন জসি,সাংবাদিক মাসুদ রানা মনি সহ প্রমূখ।বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবনী তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। পরিশেষে লামনগর একাডেমীর ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে পৃষ্ঠপোষক হাবিবুর রহমানের উপস্থিতিতে একাডেমির ২৫ জন শিক্ষার্থীকে ৫০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লামনগর ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি হাবিবুর রহমান, মোঃ ইউনুছ খান, সালেহ আহমেদ,,ইমাম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আবু বকর সিদ্দিক আরিফ,মাস্টার জাকির হোসেন রুবেল সহ প্রমুখ।

























