
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পরিচালিত সিএমপি স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬,
২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩ টায় চট্টগ্রামের দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিরা আজিজ, সভানেত্রী, পুনাক, সিএমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ হোসেন।
প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ শাখার শিক্ষার্থীরা এক সপ্তাহ ধরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভা প্রদর্শন করেছে। প্রতিযোগিতার মধ্যে ছিল গান, আবৃত্তি, নাচসহ আরও নানা ধরনের ইভেন্ট।
উক্ত মূল অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। যেখানে ১০০ মিটার দৌঁড়, মোরগ লড়াই, ফুল কুড়ানো, যেমন খুশি তেমন সাজো, কারাতে প্রদর্শনীসহ আরও অনেক ইভেন্টে শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া দক্ষতা প্রদর্শন করে। এছাড়াও অনুষ্ঠানে আগত অভিভাবকদের জন্য বেলুন ফুটানো, পিলো পাসিংসহ আরও বিভিন্ন আনন্দদায়ক ইভেন্টের আয়োজন রাখা হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি তার বক্তব্যে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য তাদের উৎসাহ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
























