
তৌহিদ বেলাল:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে। মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষে এক বড় দুর্ঘটনার শিকার হলো বাংলাদেশ। মিয়ানমার থেকে ছুঁড়ে আসা গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে এক শিশু প্রাণ হারিয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় হাজারো বিক্ষুব্ধ জনতা। বিজিবি, পুলিশ ও এপিবিএনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়েও দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবমুক্ত করতে পারেনি। এতে শত শত যানবাহন আটক পড়ে। পরে দুপুর দুইটার দিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন।
স্থানীয় লোকজন জানায়, বাংলাদেশের টেকনাফ সীমান্তের কাছাকাছি এলাকায় হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একটি শিশু নিহত হয়।
জানা যায়, গেল ৮ জানুয়ারি থেকে কক্সবাজারের টেকনাফের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে থেমে থেমে গোলাগুলি চলছে। শোনা যায় শক্তিশালী বিস্ফোরণের শব্দও। টানা তিনদিন ধরে সীমান্তের ওপারে চলমান এ গোলাগুলি ও বিস্ফোরণে এপারে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

























