
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীত পাশে নবনির্মিত মর্ডান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল (এনডিসি), পিএসসি, নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, সাবেক ধর্মীয় শিক্ষক ইমাম হযরত খালেদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুর্ঘটনাকবলিত মানুষের জীবন রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের আত্মত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বাহিনী সর্বদা দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতের দুর্যোগ ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় তিনি নতুনভাবে উদ্বোধন হওয়া স্টেশনের সকল সরঞ্জাম যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে স্টেশনটির উদ্বোধন ঘোষণা করেন।

























