
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলায় সরকারি সম্পত্তি সুরক্ষা ও অবৈধ দখলমুক্ত করতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী’র নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি খাস জমি ও ভিপি জমি পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার(৫ জানুয়ারি) উপজেলার পুটিমারী, পানা ও তেতুলতলা এলাকায় সরকারি খাস জমি ও ভিপি জমির সীমানা নির্ধারণ করে সাইনবোর্ড স্থাপন করা হয়, যাতে এসব জমি স্পষ্টভাবে চিহ্নিত থাকে এবং ভবিষ্যতে অবৈধ দখল রোধ করা যায়। একইসঙ্গে সরকারি বিভিন্ন সংস্থার মালিকানাধীন জমির অবস্থানও যাচাই করা হয়।
এছাড়াও সরকারি খাস জমি, ভিপি জমি ও সরকারি বিভিন্ন সংস্থার জমি অবৈধভাবে দখল করে রাখা ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্ত দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উচ্ছেদ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজও সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি জমি উদ্ধারে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

























