
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, অদ্য ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এসময় টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে কক্সবাজার শহরের দিকে আসা সাদা রঙের একটি প্রভোক্স প্রাইভেটকার পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দেওয়া হয়।
একপর্যায়ে কক্সবাজার পৌরসভাস্থ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের পাকা রাস্তার সামনে গাড়িটি আটক করা হয়। অফিসার ইনচার্জ, কক্সবাজার সদর থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গাড়ি তল্লাশি চালিয়ে ৯২,৬০০ (বিরানব্বই হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালক রেজাউল করিম (৩২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে
কক্সবাজার সদর থানার মামলা নং-৬১/৭৪৩, তারিখ-২৯/১২/২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে















