
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ৬ লাখ টাকা জরিমানা এবং ৬ জনকে বিনাশ্রমে ৩০ দিনের কারাদণ্ড দিলেন এসিল্যান্ড শাহেদ আরমান।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোর বেলায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাউজান উপজেলার নোয়াপাড়ার সুনিল দাসের ছেলে চান্দু দাশ, ভোলার চরফ্যাশন এলাকার আবদুল খালেকের ছেলে শাহিন মিয়া, একই এলাকার মো: হারুনের পুত্র মোঃ আমির,ফারুকের পুত্র মোঃ কবির, ইলিয়াস এর পুত্র মোঃ শরিফ, এবং সালাউদ্দিনের পুত্র মো: কিরণ।
হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের সূইচ গেইট এলাকায় অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালনার মাধ্যমে বালু উত্তোলন/পরিবহনে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারা অভিযুক্ত ৬ জন কে প্রত্যেককে /১,০০,০০০ টাকা করে মোট ৬,০০,০০০ টাকা এবং প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

























