
নুর মোহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে মুরগির খামার থেকে ৫০ হাজার ইয়াবাসহ মো: শামীম (২০) নামে এক যুবক আটক করেছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে হোয়াইক্যংয়ের কুতুবদিয়া পাড়ায় মুরগির খামারে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ মো: নাজমুন নুর।
জানা গেছে, আটক মো. শামীম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার আব্দুল আজিজের ছেলে।
আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে হোয়াইক্যংয়ের কুতুবদিয়া পাড়ায় শামীমের মুরগির খামারে অভিযান চালায় পুলিশের চৌকস টিম।
অভিযানকালে খামারে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে কসটেপ মোড়ানো ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে শামীমকে আটক করা হয় বলে জানান তিনি।

























