
বিজয় চৌধুরী, ঢাকা,
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক উৎসব। এদিন দলটির পক্ষ থেকে উদ্বোধন করা হয় ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মারক মাসব্যাপী ভিডিও কনটেন্ট নির্মাণ প্রতিযোগিতা উৎসব’।
বৃহস্পতিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ঐক্যের প্রতীক।”
রিজভী আহমেদ আরও বলেন,
“বর্তমান প্রজন্মের তরুণদের দেশপ্রেম ও গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ করতেই আমরা এবার ভিন্নধর্মী এ আয়োজন করেছি। শহীদ জিয়ার আদর্শ ও সংগ্রামের বার্তা তরুণরা যেন নতুনভাবে ধারণ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”
দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশের তরুণ নির্মাতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, আদর্শ ও জাতীয় সংহতির চেতনা নিয়ে সংক্ষিপ্ত ভিডিও তৈরি করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নির্বাচিত ভিডিওগুলো বিএনপির অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হবে এবং শ্রেষ্ঠ নির্মাতাদের পুরস্কার প্রদান করা হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বছর দিবস উদযাপনের নতুন এই আয়োজনকে দলীয় নেতারা একটি ‘সৃজনশীল রাজনৈতিক উদ্যোগ’ হিসেবে দেখছেন। তারা মনে করছেন, তরুণ প্রজন্মের অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়বে।

























