
মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
চাল বিতরণে অনিয়ম করায় ডিলাশশিপ বাতিল হয়েছে শরীয়তপুরের এক বিএনপি নেতার। একারণে উপজেলা নির্বাহী অফিসারের(ইউএনও) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ডিলারশিপের মালিক নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দিয়েছেন বিএনপি নেতা মতিউর রহমান সাগর। তিনি হুমকি দিয়ে বলেছেন, প্রকাশিত সংবাদ সরিয়ে না নিলে শরীয়তপুরের নড়িয়া থানা বা অন্যত্র যত মামলা হবে, সব মামলায় আসামি করা হবে সাংবাদিক আশিকুর রহমান হৃদয়কে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এঘটনায় শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান হৃদয়।
জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আশিকুর রহমান হৃদয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের শরীয়তপুর জেলা প্রতিনিধি। তিনি গত ০৭ অক্টোবর বার্তা বাজার পত্রিকায় “চাউল বিতরণে অনিয়ম বিএনপি নেতার রোষানলে ইউএনও” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। সংবাদে বিএনপি নেতা সাগর ও সাগর ট্রেড ইন্টারন্যাশনালের সরকারি চাউল বিতরণের অনিয়মের খবর প্রকাশ পায়। এর জের ধরে গত ০৭ অক্টোবর রাত সাড়ে ১১ টায় একটি মোবাইল নম্বর থেকে আশিকুর রহমান হৃদয়কে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি ধামকি প্রদান করেন। এছাড়াও বিবাদী মতিউর রহমান সাগর হৃদয়কে বিভিন্ন রাজনৈতিক মামলায় জড়ানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) আমার বিরুদ্ধে নানারকম মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার হুমকি প্রদান করেন। খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণে অনিয়ম করায় ডিলারশিপ বাতিল হওয়া মতিউর রহমান সাগরের হুমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক আশিকুর রহমান হৃদয়। এমন ঘটনার পর জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকদের পরামর্শে বিষয়টি নিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী আশিকুর রহমান হৃদয়।
এ বিষয় আশিকুর রহমান হৃদয় দৈনিক আজকের বাংলাকে বলেন, মতিউর রহমান সাগরের প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করেছে সংশ্লিষ্ট প্রশাসন । বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় আমাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি থানায় জিডি করেছি। এখন দেখা যাক পুলিশ প্রশাসন কি উদ্যোগ নেয়। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চাই।
বিষয়টি নিয়ে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরনে নি।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, হুমকির বিষয়ে জিডি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।