
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর প্রেসক্লাবকে কম্পিউটার সেট উপহার প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৮ অক্টোবর) ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে কম্পিউটার সেট হস্তান্তর করেন শিবগঞ্জ-দুর্গাপুর সেতু কমিটির সদস্যগণ।
উপহার প্রদান অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন – সেতু কমিটির সদস্য পঙ্কজ মারাক, প্রভাত সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
দুর্গাপুর প্রেসক্লাবকে কম্পিউটার সেট উপহার দেওয়ায় ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিক ও সদস্যগণ।