
এস এম রনি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার বিকেলে মাঝিনা নদীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা হয়।পূর্ব চনপাড়া, রূপগঞ্জ, কায়েতপাড়া ও দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব বলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত ও বলিষ্ঠ সংগঠন। এর মধ্যে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল সবচেয়ে সংগঠিত ও কার্যকর ইউনিট হিসেবে কাজ করছে। আজকের কর্মীসভা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, দলের নেতৃত্ব পাওয়া কারো জনসংখ্যাভিত্তিক সমর্থন বা মিছিলের আকারে নির্ভর করে না। নেতৃত্ব নির্ধারিত হবে দায়িত্বশীলতা, সাংগঠনিক নিষ্ঠা এবং দলের দুর্দিনে পাশে থাকার ওপর। যারা বিগত ১৬ বছর ধরে মামলা, হামলা, নির্যাতন সহ্য করেও দলের সঙ্গে ছিলেন, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নেতৃত্বে আনা হবে।”
সভায় চারটি ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনেকে পদপ্রার্থী হিসেবে নিজেদের প্রস্তাবনা পেশ করেন, যাদের মধ্যে থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের আশ্বাস দেন নেতৃবৃন্দ। ####