
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চরহাজিগঞ্জ বাজার শাখা প্রাঙ্গণে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়ে বিকেল ৫ ঘটিকায় শেষ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাংকের আমন্ত্রিত গ্রাহক। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ব্যাংকের ম্যানেজার সহ সকল কর্মকর্তা ও কার্মচারীবৃন্দ।
“অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের ম্যানেজার নাজমুল হুদা আমন্ত্রিত অতিথিদের মধ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বিগত আপদকালীন সময়ে ব্যাংকের পাশে থাকার জন্য আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। চর হাজিগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক নাজমুল হুদা বলেন, “আইএফআইসি ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের কাছে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া।” সংক্ষিপ্ত আলোচনা সভায় ব্যাংকের সেবা বিস্তার, গ্রাহক সন্তুষ্টি, আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সেবার উন্নয়নে ব্যাংকের ভূমিকা তুলে ধরা হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে দোয়া ও মিলাদের পর ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
“দেশের অন্যতম বৃহত্তর বেসরকারি ব্যাংক আইএফআইসি ব্যাংক ১৯৭৬ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর এই দিনটি ব্যাংকটির সব শাখায়-উপশাখায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।