
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে পাঁচ বছরে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী। সোমবার সন্ধ্যায় (৭ অক্টোবর) রামগঞ্জ নুরে জান্নাত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাই মেশিন ও টিউব ওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ইসলামী অর্থনীতিতে দারিদ্রতা দূরীকরণে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার বিধান রয়েছে। যার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা দূর করা। সমাজের বিত্তবানদের যাকাতের এসব অর্থকে রাষ্ট্রীয়ভাবে সঠিক পন্থায় কাজে লাগিয়ে কর্মসংস্থান তৈরীর করলে পাঁচ বছরেই দেশ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব। নূরে জান্নাত সমাজ কল্যাণ পরিষদের সেলাই মেশিন বিতরণের মাধ্যমে কর্মসংস্থান তৈরীর এ উদ্যোগকে স্বাগত জানান তিনি।
নুরে জান্নাত সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আলম এর সার্বিক তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আমজাদ হোসেন রিয়াদ, মাহফুজ খান, রাসেল আহমেদে, মাহমুদুল হাসান প্রমুখ।
সংগঠনের সম্পাদক কামাল উদ্দিন জানান, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এ পর্যন্ত ১১৫ টি পরিবারকে টিউবওয়েল, অর্ধশতাধিক কন্যাদায়গ্রস্থ পিতাকে নগদ টাকা, শতাধিক অসুস্থ রোগীকে অর্থ সহায়তা, এবং অর্ধশতাধিক মানুষকে কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণ প্রদান করেন।