
দৈনিক আজকের বাংলা ডেস্ক:
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে নাসা গ্রুপের শ্রমিক অসন্তোষ নিরসনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, নাসা গ্রুপ কর্তৃপক্ষকে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের জন্য প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করতে হবে। পাশাপাশি সব শ্রমিকের পাওনা অনলাইনের মাধ্যমে—বিকাশ, নগদ, রকেট ও ডাচ-বাংলা ব্যাংকসহ অন্যান্য নির্ভরযোগ্য চ্যানেলের মাধ্যমে—পরিশোধের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।